আমি লক্ষ্য করেছি যারা মার্কেটপ্লেস এ কাজ করেন তাদের অনেকেই কিছু শব্দ সঠিকভাবে উচ্চারণ করেন না। এই শব্দগুলো তার মধ্যে উল্ল্যেখযোগ্য:
Payoneer=পেওনিয়ার
Fiverr=ফাইভার
Website=ওয়েবসাইট
আমি লক্ষ্য করেছি যারা মার্কেটপ্লেস এ কাজ করেন তাদের অনেকেই কিছু শব্দ সঠিকভাবে উচ্চারণ করেন না। এই শব্দগুলো তার মধ্যে উল্ল্যেখযোগ্য:
Payoneer=পেওনিয়ার
Fiverr=ফাইভার
Website=ওয়েবসাইট
অনেকেই একটা কথা বলেন "আমার ফ্রিল্যান্সিং কাজ করার খুব ইচ্ছা"
নতুন কোনো কিছু শুরু করার জন্য এই ইচ্ছা বা আগ্রহ থাকাটা খুবই জরুরী। কারণ যখন কারো ক্ষুধা লাগে তখন সে তৃপ্তি সহকারে খেতে পারে বা তাকে খাওয়ানো যায়। কিন্তু কারো পেটে ক্ষুধা না থাকলে তাকে জোর করে খাওয়ানো যায় না। অনুরূপভাবে কারো কোনো বিষয়ের প্রতি ইচ্ছা বা আগ্রহ না থাকলে তাকে সেই বিষয়টা জোর করে শেখানো যায় না।
Fiverr.com এ আমাদের দেশের ফ্রিল্যান্সাররা যে কয়টা বিষয়ের উপর কাজ করেন তার মধ্যে ওয়েব ডিজাইন/ডেভেলপমেন্ট উল্লেখযোগ্য। ওয়েব ডিজাইন/ডেভেলপমেন্ট বিষয়ে যারা কাজ করেন তাদের মধ্যে অধিকাংশই WordPress নিয়ে কাজ করেন। ফাইভারে ওয়ার্ডপ্রেস নিয়ে এত বেশি সেলার, যার কারণে কম্পিটিশন অনেক হাই। সেই তুলনায় জুমলা নিয়ে কাজ করার লোক এখনো কম।
খরগোশ আর কচ্ছপের গল্পতো সবাই জানেন। খরগোস ভেবেছিল সে এক দৌড়ে কচ্ছপকে পেছনে ফেলে দিতে পারবে, তাই কিছুক্ষনের জন্য ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে খরগোস দেখে প্রতিযোগীতাই শেষ হয়ে গেছে। এবং বিজয়ী কচ্ছপ।
Moral of the story: আমি ক্লাসে যা বলি তার প্রতিটা খুঁটিনাটি মনে রাখবেন বা নোট করে রাখবেন। যা পরবর্তীতে জুমলার ট্রাবলশুটিং এ আপনাদের কাজে আসবে। কোন কিছুকেই অপ্রয়োজনীয় মনে করবেন না।
এবার গল্পটা পড়ুন::
আপনি যদি কোন শিশুকে একটি পেন্সিল দেন, সে আঁকবে একটি মুখ আর তিনটি চুল। আর যদি লিওনার্দো দা ভিঞ্চিকে সেই পেন্সিলটি দেন, তিনি সৃষ্টি করবেন অনন্তকালের শ্রেষ্ঠ শিল্পকর্ম মোনালিসা। দু’জনের হাতেই একই পেন্সিল, কিন্তু পার্থক্য হলো কে আঁকছে। একদিকে একজন শিশু, অন্যদিকে একজন চিত্রশিল্পী।
চাকরি করেন আর ফ্রিল্যান্সিং করেন, স্কিল ছাড়া আপনার কোনো মূল্য নেই। আমাদের দেশের অনেকেই যে ভুলটা করেন তা হলো কাজে দক্ষ না হয়েই মার্কেটপ্লেস এ ঢুকে যান। এরপর সেখানে তেমন সুবিধা করতে না পেরে কিছুদিনের মধ্যেই হতাশ হয়ে পড়েন। তাই আগে নিজের স্কিল বা দক্ষতা তৈরি করুন। স্কিল ডেভেলপমেন্ট এর জন্য দুইটা বিষয় খুব জরুরি:
আপনি যদি ওয়েব ডেভেলপার হিসেবে Fiverr বা এই ধরনের মার্কেটপ্লেসে কাজ করতে চান, তবে জুমলা আপনার জন্য একটি বেষ্ট অপশন হতে পারে। আমাদের দেশে ওয়েব ডিজাইন/ডেভেলপমেন্ট বিষয়ে যারা কাজ করেন তাদের মধ্যে অধিকাংশই WordPress নিয়ে কাজ করেন। উদাহরণ হিসেবে যদি ফাইভারের কথা বলি, ফাইভারে ওয়ার্ডপ্রেসের এত বেশি সেলার, যার কারণে একটা কাজ পেতে অনেক হাই কম্পিটিশনের সম্মুখীন হতে হয়। সেই তুলনায় জুমলা নিয়ে কাজ করার লোক এখনো কম। আর ওয়ার্ডপ্রেসের চাইতে জুমলাতে বড় এমাউন্টের কাজ ও বেশি পাওয়া যায়। জুমলায় ২০০-৩০০ ডলারের কাজ অনায়াসেই পাওয়া যায়।