আপনি যদি কোন শিশুকে একটি পেন্সিল দেন, সে আঁকবে একটি মুখ আর তিনটি চুল। আর যদি লিওনার্দো দা ভিঞ্চিকে সেই পেন্সিলটি দেন, তিনি সৃষ্টি করবেন অনন্তকালের শ্রেষ্ঠ শিল্পকর্ম মোনালিসা। দু’জনের হাতেই একই পেন্সিল, কিন্তু পার্থক্য হলো কে আঁকছে। একদিকে একজন শিশু, অন্যদিকে একজন চিত্রশিল্পী।
Wordpress vs. Joomla কোনটাকে শেখার জন্য প্রায়োরিটি দেবেন?
Fiverr.com এ আমাদের দেশের ফ্রিল্যান্সাররা যে কয়টা বিষয়ের উপর কাজ করেন তার মধ্যে ওয়েব ডিজাইন/ডেভেলপমেন্ট উল্লেখযোগ্য। ওয়েব ডিজাইন/ডেভেলপমেন্ট বিষয়ে যারা কাজ করেন তাদের মধ্যে অধিকাংশই WordPress নিয়ে কাজ করেন। ফাইভারে ওয়ার্ডপ্রেস নিয়ে এত বেশি সেলার, যার কারণে কম্পিটিশন অনেক হাই। সেই তুলনায় জুমলা নিয়ে কাজ করার লোক এখনো কম।
আর ওয়ার্ডপ্রেসের চাইতে জুমলাতে বড় এমাউন্টের কাজ বেশি পাওয়া যায়। ওয়ার্ডপ্রেসের বেশিভাগ কাজ ৫০ ডলারের নিচে। কিন্তু জুমলায় ২০০-৩০০ ডলারের কাজ অনয়াসেই পাওয়া যায়। ছবিতে আমার আজকের রানিং অর্ডারের লিস্ট দেখতে পাচ্ছেন।
আমি ২০১২ সাল থেকে ফাইভারে জুমলা নিয়ে কাজ করি। আমার সেলার লেভেল "Top Rated Seller"।