আস সালামু আলাইকুম,
আমি জুয়েলওসমান জুমলা প্রফেশনাল এবং ফাইভার টপ রেটেড সেলার। ২০০৫ সালের দিকে আমি বাংলা ভাষায় প্রথম কম্পিউটার ও ইলেকট্রনিক্স বিষয়ক টিউটোরিয়াল ওয়েবসাইট CAEBD চালু করি। সেই সময় কম্পিউটার ও ইলেকট্রনিক্স অনুরাগীদের কাছে এই ওয়েবসাইট প্রচন্ড জনপ্রিয়তা অর্জন করে। CAEBD এর ওয়েবসাইট আমি তৈরী করেছিলাম জুমলা ব্যবহার করে। দীর্ঘ ৬-৭ বছর এই ওয়েবসাইটে কাজ করতে গিয়ে আমি জুমলা বিষয়ে পারদর্শী হয়ে উঠি। পরবর্তীতে ২০১২ সালে আমি মার্কেটপ্লেস Fiverr এ আমার জুমলা সাপোর্ট গিগ তৈরী করি। গিগ তৈরীর ৩৯ দিনের মাথায় আমার প্রথম অর্ডারটি পাই। এরপর সুদীর্ঘ ১২ বছরের পথচলা। বর্তমানে আমি ফাইভারে Top Rated Seller এবং ৩৭০০ এর অধিক অর্ডার সফলতার সাথে সম্পন্ন করেছি। আমার কাজে সন্তুষ্ট বায়ারগণ আমাকে ২৬০০(দুই হাজার ছয়শত) এর অধিক ফাইভ স্টার ★★★★★ রিভিউ দিয়েছেন।
আমার এই সুদীর্ঘ ১৯ বছরের অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে জুমলা শেখানোর অনলাইন কোর্স চালু করেছি। ফাইভার সহ বিভিন্ন মার্কেটপ্লেসে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টে আপনারা যারা ক্যারিয়ার গড়তে চান তারা আমার এই জুমলা কোর্সে ভর্তি হয়ে নিজেকে যোগ্য হিসেবে প্রস্তুত করে নিতে পারেন। চেষ্টা ও আন্তরিকতায় হয়ে যেতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার।
ধন্যবাদ!
আমি জুয়েলওসমান জুমলা প্রফেশনাল এবং ফাইভার টপ রেটেড সেলার। ২০০৫ সালের দিকে আমি বাংলা ভাষায় প্রথম কম্পিউটার ও ইলেকট্রনিক্স বিষয়ক টিউটোরিয়াল ওয়েবসাইট CAEBD চালু করি। সেই সময় কম্পিউটার ও ইলেকট্রনিক্স অনুরাগীদের কাছে এই ওয়েবসাইট প্রচন্ড জনপ্রিয়তা অর্জন করে। CAEBD এর ওয়েবসাইট আমি তৈরী করেছিলাম জুমলা ব্যবহার করে। দীর্ঘ ৬-৭ বছর এই ওয়েবসাইটে কাজ করতে গিয়ে আমি জুমলা বিষয়ে পারদর্শী হয়ে উঠি। পরবর্তীতে ২০১২ সালে আমি মার্কেটপ্লেস Fiverr এ আমার জুমলা সাপোর্ট গিগ তৈরী করি। গিগ তৈরীর ৩৯ দিনের মাথায় আমার প্রথম অর্ডারটি পাই। এরপর সুদীর্ঘ ১২ বছরের পথচলা। বর্তমানে আমি ফাইভারে Top Rated Seller এবং ৩৭০০ এর অধিক অর্ডার সফলতার সাথে সম্পন্ন করেছি। আমার কাজে সন্তুষ্ট বায়ারগণ আমাকে ২৬০০(দুই হাজার ছয়শত) এর অধিক ফাইভ স্টার ★★★★★ রিভিউ দিয়েছেন।
আমার এই সুদীর্ঘ ১৯ বছরের অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে জুমলা শেখানোর অনলাইন কোর্স চালু করেছি। ফাইভার সহ বিভিন্ন মার্কেটপ্লেসে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টে আপনারা যারা ক্যারিয়ার গড়তে চান তারা আমার এই জুমলা কোর্সে ভর্তি হয়ে নিজেকে যোগ্য হিসেবে প্রস্তুত করে নিতে পারেন। চেষ্টা ও আন্তরিকতায় হয়ে যেতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার।
ধন্যবাদ!