Fiverr.com এ আমাদের দেশের ফ্রিল্যান্সাররা যে কয়টা বিষয়ের উপর কাজ করেন তার মধ্যে ওয়েব ডিজাইন/ডেভেলপমেন্ট উল্লেখযোগ্য। ওয়েব ডিজাইন/ডেভেলপমেন্ট বিষয়ে যারা কাজ করেন তাদের মধ্যে অধিকাংশই WordPress নিয়ে কাজ করেন। ফাইভারে ওয়ার্ডপ্রেস নিয়ে এত বেশি সেলার, যার কারণে কম্পিটিশন অনেক হাই। সেই তুলনায় জুমলা নিয়ে কাজ করার লোক এখনো কম।
আপনি যদি কোন শিশুকে একটি পেন্সিল দেন, সে আঁকবে একটি মুখ আর তিনটি চুল। আর যদি লিওনার্দো দা ভিঞ্চিকে সেই পেন্সিলটি দেন, তিনি সৃষ্টি করবেন অনন্তকালের শ্রেষ্ঠ শিল্পকর্ম মোনালিসা। দু’জনের হাতেই একই পেন্সিল, কিন্তু পার্থক্য হলো কে আঁকছে। একদিকে একজন শিশু, অন্যদিকে একজন চিত্রশিল্পী।
আপনি যদি ওয়েব ডেভেলপার হিসেবে Fiverr বা এই ধরনের মার্কেটপ্লেসে কাজ করতে চান, তবে জুমলা আপনার জন্য একটি বেষ্ট অপশন হতে পারে। আমাদের দেশে ওয়েব ডিজাইন/ডেভেলপমেন্ট বিষয়ে যারা কাজ করেন তাদের মধ্যে অধিকাংশই WordPress নিয়ে কাজ করেন। উদাহরণ হিসেবে যদি ফাইভারের কথা বলি, ফাইভারে ওয়ার্ডপ্রেসের এত বেশি সেলার, যার কারণে একটা কাজ পেতে অনেক হাই কম্পিটিশনের সম্মুখীন হতে হয়। সেই তুলনায় জুমলা নিয়ে কাজ করার লোক এখনো কম। আর ওয়ার্ডপ্রেসের চাইতে জুমলাতে বড় এমাউন্টের কাজ ও বেশি পাওয়া যায়। জুমলায় ২০০-৩০০ ডলারের কাজ অনায়াসেই পাওয়া যায়।