SP Page Builder: Joomla তে সহজে প্রফেশনাল ওয়েবসাইট তৈরী করুন

ওয়েব ডেভেলপমেন্টের জগতে Joomla একটি জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম(CMS)। জুমলা ব্যবহার করে সহজেই আপনি ওয়েবসাইট তৈরি এবং ম্যানেজ করতে পারবেন। কোডিং জ্ঞান ছাড়াই, প্রফেশনাল মানের ওয়েসাইট তৈরী করার সুবিধা দিতে পেজ বিল্ডার(Page Builder) একটি অসাধারণ টুল। জুমলার জন্য অনেকগুলো পেজ বিল্ডার পাওয়া যায়। এর মধ্যে জনপ্রিয় একটি পেজবিল্ডার হলো SP Page Builder। এটি ব্যবহার করে আপনি কোন কোডিং জ্ঞান ছাড়াই প্রফেশনাল এবং আকর্ষণীয় ওয়েব পেজ ডিজাইন করতে পারবেন। এই আর্টিকেলে আমি পেজ বিল্ডার সম্পর্কে সাধারণ ধারণা সহ জুমলাতে SP Page Builder এর ব্যবহার, বৈশিষ্ট্য এবং এর সুবিধাগুলি নিয়ে আলোকপাত করার চেষ্টা করব।

Wordpress vs. Joomla কোনটাকে শেখার জন্য প্রায়োরিটি দেবেন?

Fiverr.com এ আমাদের দেশের ফ্রিল্যান্সাররা যে কয়টা বিষয়ের উপর কাজ করেন তার মধ্যে ওয়েব ডিজাইন/ডেভেলপমেন্ট উল্লেখযোগ্য। ওয়েব ডিজাইন/ডেভেলপমেন্ট বিষয়ে যারা কাজ করেন তাদের মধ্যে অধিকাংশই WordPress নিয়ে কাজ করেন। ফাইভারে ওয়ার্ডপ্রেস নিয়ে এত বেশি সেলার, যার কারণে কম্পিটিশন অনেক হাই। সেই তুলনায় জুমলা নিয়ে কাজ করার লোক এখনো কম।

জুমলা শুধু শিখলেই হবে না, জুমলায় আপনাকে দক্ষ ও অভিজ্ঞ হতে হবে!

আপনি যদি কোন শিশুকে একটি পেন্সিল দেন, সে আঁকবে একটি মুখ আর তিনটি চুল। আর যদি লিওনার্দো দা ভিঞ্চিকে সেই পেন্সিলটি দেন, তিনি সৃষ্টি করবেন অনন্তকালের শ্রেষ্ঠ শিল্পকর্ম মোনালিসা। দু’জনের হাতেই একই পেন্সিল, কিন্তু পার্থক্য হলো কে আঁকছে। একদিকে একজন শিশু, অন্যদিকে একজন চিত্রশিল্পী।

কেন আপনি Joomla/জুমলা শিখবেন?

আপনি যদি ওয়েব ডেভেলপার হিসেবে Fiverr বা এই ধরনের মার্কেটপ্লেসে কাজ করতে চান, তবে জুমলা আপনার জন্য একটি বেষ্ট অপশন হতে পারে। আমাদের দেশে ওয়েব ডিজাইন/ডেভেলপমেন্ট বিষয়ে যারা কাজ করেন তাদের মধ্যে অধিকাংশই WordPress নিয়ে কাজ করেন। উদাহরণ হিসেবে যদি ফাইভারের কথা বলি, ফাইভারে ওয়ার্ডপ্রেসের এত বেশি সেলার, যার কারণে একটা কাজ পেতে অনেক হাই কম্পিটিশনের সম্মুখীন হতে হয়। সেই তুলনায় জুমলা নিয়ে কাজ করার লোক এখনো কম। আর ওয়ার্ডপ্রেসের চাইতে জুমলাতে বড় এমাউন্টের কাজ ও বেশি পাওয়া যায়। জুমলায় ২০০-৩০০ ডলারের কাজ অনায়াসেই পাওয়া যায়।