অনেকেই একটা কথা বলেন "আমার ফ্রিল্যান্সিং কাজ করার খুব ইচ্ছা"
নতুন কোনো কিছু শুরু করার জন্য এই ইচ্ছা বা আগ্রহ থাকাটা খুবই জরুরী। কারণ যখন কারো ক্ষুধা লাগে তখন সে তৃপ্তি সহকারে খেতে পারে বা তাকে খাওয়ানো যায়। কিন্তু কারো পেটে ক্ষুধা না থাকলে তাকে জোর করে খাওয়ানো যায় না। অনুরূপভাবে কারো কোনো বিষয়ের প্রতি ইচ্ছা বা আগ্রহ না থাকলে তাকে সেই বিষয়টা জোর করে শেখানো যায় না।