Automattic এবং WP Engine-এর মধ্যে বিরোধ: WordPress এর নতুন ফর্ক বের হতে পারে?

WordPress কি?
WordPress হলো একটি ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS), যা বিশ্বের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট তৈরির প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। ২০০৩ সালে Matt Mullenweg এবং Mike Little যৌথভাবে এই সিএমএস ডেভেলপ করেন। তাদের উদ্ভাবনী প্রচেষ্টার মাধ্যমে WordPress আজ সহজ, কার্যকর, এবং ইউজার-ফ্রেন্ডলি একটি টুল হয়ে উঠেছে, যা ব্লগ থেকে শুরু করে পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরিতে ব্যবহার করা হয়।