Moral of the story: আমি ক্লাসে যা বলি তার প্রতিটা খুঁটিনাটি মনে রাখবেন বা নোট করে রাখবেন। যা পরবর্তীতে জুমলার ট্রাবলশুটিং এ আপনাদের কাজে আসবে। কোন কিছুকেই অপ্রয়োজনীয় মনে করবেন না।
এবার গল্পটা পড়ুন::
খরগোশ আর কচ্ছপের গল্পতো সবাই জানেন। খরগোস ভেবেছিল সে এক দৌড়ে কচ্ছপকে পেছনে ফেলে দিতে পারবে, তাই কিছুক্ষনের জন্য ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে খরগোস দেখে প্রতিযোগীতাই শেষ হয়ে গেছে। এবং বিজয়ী কচ্ছপ।
সবকিছু একদিনে শেখার চেষ্টা করার চাইতে প্রতিদিন একটু একটু করে দীর্ঘ মেয়াদে শেখাটা অনেক উপকারী। সেটা ওয়েব ডেভেলপমেন্ট হোক বা অন্য যেকোন কাজই হোক। তাই যদি আপনি সফল হতে চান নিযমিত প্র্যাকটিস করুন। কোন একদিন ভিডিও/টিউটোরিয়াল দেখে সব একবারে শিখে ফেলবেন সে চিন্তা কিন্তু মূল্যহীন!