বিস্তারিত জানতে ক্লিক করুন Arrow up
Arrow down
স্কিল ডেভেলপমেন্টে যে দুইটা বিষয় খুব জরুরি

স্কিল ডেভেলপমেন্টে যে দুইটা বিষয় খুব জরুরি

চাকরি করেন আর ফ্রিল্যান্সিং করেন, স্কিল ছাড়া আপনার কোনো মূল্য নেই। আমাদের দেশের অনেকেই যে ভুলটা করেন তা হলো কাজে দক্ষ না হয়েই মার্কেটপ্লেস এ ঢুকে যান। এরপর সেখানে তেমন সুবিধা করতে না পেরে কিছুদিনের মধ্যেই হতাশ হয়ে পড়েন। তাই আগে নিজের স্কিল বা দক্ষতা তৈরি করুন। স্কিল ডেভেলপমেন্ট এর জন্য দুইটা বিষয় খুব জরুরি:

১. আপনার নিজের ভেতর নিজেকে পরিবর্তন করার জোরালো তাগিদ থাকা। আপনার নিজের মধ্যেই যদি জানার/শেখার তীব্র ক্ষুধা না থাকে তবে পৃথিবীর কারো সাধ্য নেই আপনাকে শেখানোর।

২. একজন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক/পথপ্রদর্শক এর কাছ থেকে শিক্ষা গ্রহণ এবং তার সান্নিধ্যে থেকে তাকে অনুসরণ করা। অনেকের ১নং বৈশিষ্ট্য থাকার পরও শুধুমাত্র দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক/পথপ্রদর্শক এর অভাবে এগিয়ে যেতে পারেন না।

আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘ ১৯ বছরের অধিক সময় ধরে এই ট্র্যাকে আছি। অনেকেই আমার কাছ থেকে জুমলা শিখে এখন দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। আমার সাথে থাকলে ইন শা আল্লাহ আপনাকে সঠিক পথেই পরিচালিত করতে পারবো।

এই সম্পর্কিত আরো লেখা

শুদ্ধভাবে উচ্চারণ করাটাও একটা স্কিল