 
		জুমলা শুধু শিখলেই হবে না, জুমলায় আপনাকে দক্ষ ও অভিজ্ঞ হতে হবে!
	
		
		
					
			জুমলা
	
		
		
		
		
	
			
		
					
	
	 পড়া হয়েছে: 1108 বার
				
			
		
		
			
		
		
	
	আপনি যদি কোন শিশুকে একটি পেন্সিল দেন, সে আঁকবে একটি মুখ আর তিনটি চুল। আর যদি লিওনার্দো দা ভিঞ্চিকে সেই পেন্সিলটি দেন, তিনি সৃষ্টি করবেন অনন্তকালের শ্রেষ্ঠ শিল্পকর্ম মোনালিসা। দু’জনের হাতেই একই পেন্সিল, কিন্তু পার্থক্য হলো কে আঁকছে। একদিকে একজন শিশু, অন্যদিকে একজন চিত্রশিল্পী।
ঠিক তেমনই, ওয়েব ডিজাইনের ক্ষেত্রে জুমলা হলো একটি মাধ্যম মাত্র, কিন্তু কাজের মান নির্ভর করবে সেটি কে ব্যবহার করছে তার দক্ষতা আর অভিজ্ঞতার ওপর। নতুন আর অভিজ্ঞ ওয়েব ডেভেলপারের মধ্যে পার্থক্য থাকে তাদের কাজে।
তাই শুধু শেখা যথেষ্ট নয়, নিজেকে অভিজ্ঞ করে তুলতে হবে। কোন কাজে অভিজ্ঞতা অর্জনের একমাত্র উপায় হলো, সেই কাজকে ভালোবাসা আর নিরলস চর্চা করে যাওয়া। ভালোবাসা দিয়ে শুরু করুন, অনুশীলনের মাধ্যমে দক্ষতাকে শাণিত করুন, আর একদিন আপনার কাজই হয়ে উঠবে অন্যদের অনুপ্রেরণার প্রতীক।

