নামাজের সময় এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা অনেক সময় করি। কিন্তু হাদিসে এই
সকল কাজ করার সরাসরি নিষেধাজ্ঞা রয়েছে ।। এমন কিছু বিষয় নীচে দেয়া হলো-
“নামাজে কোমরে হাত রাখা ।।” [বুখারী-৬৮৪]
“আকাশের দিকে দৃষ্টি দেয়া ।।”[মুসলিম-৪২৯]
“কোন কিছুর ছবি বা চিত্র যা মন কেড়ে নেই এমন কিছুর প্রতি দৃষ্টি দেয়া ।।”
[বুখারী-৭৫২]
“এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলের মাঝে ঢুকিয়ে জাল বানানো।।” [সহিহ আল
জামি-৪৪৫]
“আঙ্গুল মটকানো বা ফুটানো ।।”[ইরওয়া-২/৯৯]
“অপ্রয়োজনে ডানে বামে তাকানো ।।”[বুখারী-৭৫১]
“হাই তোলা ।।”[বুখারী-৩২৮৯]
“কিবলা ও ডান পাশে থুথু বা কফ ফেলা ।।”[মুসলিম-৩০০৮]
“চোখ বন্ধ করে রাখা ।।”[যাদুল মাআদ-১/২৯৪]
“রুকুর সময় দুই হাঁটুর মাঝে দুই হাত একত্রে জড়িয়ে রাখা ।।”[বুখারী-৮২৩]
“রুকু ও সিজদায় কুরআন পাঠ করা ।।”[মুসলিম-৪৭৯]
“সিজদার সময় দুই হাত কনুই পর্যন্ত মাটিতে বিছিয়ে রাখা ।।”[বুখারী-৮২৩]
“সিজদার সময় জামা কাপড় গুটিয়ে ধরে রাখা ।।”[বুখারী-৮০৯]
“ওজর ছাড়া হাতে ভর দিয়ে নাজাজের মাঝে বসা ।।”[আবু দাউদ-১/২৬০]
“অসুস্থ নামাযীর উচু বস্তুতে সিজদাহ করা ।।”[বায়হাকী-৩২৩]
“নামাজরত অবস্থায় সিজদাহের স্থান থেকে কঙ্কর, বালি সরানো ।।”[বুখারী-১২০৭]
“তবে নিতান্ত প্রয়োজনে একবার সরাতে পারবে ।।”[বুখারী-১২০৭]
“ইমামের পুর্বে কোন কিছু করা ।।”[বুখারী-৬৯১]
“খাদ্য উপস্থিত রেখে এবং পেসাব-পায়খানার চাপ রেখে নামাজ পড়া ।।”[মুসলিম-৫৬০]